এশিয়ান কাপ বাছাইপর্বে আজ নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে হতাশাজনক ২-১ গোলে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না হেড কোচ হাভিয়ের কাবরেরা ও তার শিষ্যরা। এ ম্যাচ শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়, হয়ে উঠেছে দুই দেশের প্রবাসী ফুটবলারদের প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। মাঠে যেমন লড়বেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সামিত সোম, তেমনি প্রতিপক্ষ দলে থাকছেন ব্রাজিল, জার্মানি ও জাপানের বংশোদ্ভূত অভিজ্ঞ ফুটবলাররাও। দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে গোল করে দলকে লিড দিয়েও শেষ রক্ষা করতে পারেনি বাংলাদেশ। দলের শক্তি বাড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা...