শিশুদের সোশ্যাল মিডিয়ায় ভয়াবহভাবে আসক্ত করার অভিযোগে এবার বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। সিটি প্রশাসনের দাবি, ফেসবুক, গুগল, টিকটক, স্ন্যাপচ্যাট-এর মতো প্ল্যাটফর্মগুলো মুনাফার জন্য ছোটদের মানসিক স্বাস্থ্য নষ্ট করছে এবং গোটা শহরে একটি বড় স্বাস্থ্য সংকট তৈরি করেছে। বুধবার (নিউইয়র্ক সময়) ম্যানহাটন ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় ফেসবুক-ইনস্টাগ্রামের মালিক মেটা, গুগল-ইউটিউবের মালিক অ্যালফাবেট, স্ন্যাপচ্যাটের মালিক স্ন্যাপ এবং টিকটকের মালিক বাইটড্যান্সের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। নিউইয়র্ক সিটি বলছে, এই কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে তাদের অ্যাপস তৈরি করেছে, যা ছোটদের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে তাদের সারাক্ষণ ফোন দেখতে বাধ্য করে। এর ফলে শিশুদের জীবনে মারাত্মক ক্ষতি হচ্ছে:- ঘুম কম, স্কুলে অনুপস্থিতি: মামলায় বলা হয়েছে, নিউইয়র্কের হাইস্কুলের প্রায় ৭৭ শতাংশ শিক্ষার্থী (আর...