গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় ডাকা হয়েছিল। আমরা উপদেষ্টাদের কাছ থেকে যতটুকু শুনেছিলাম, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। তবে আলোচনার ধারা দেখে মনে হলো, যেন আমরা নতুনভাবে শুরু করছি। রাশেদ খান আরও বলেন, আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আমরা যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছি। বিশেষ করে কিছু দল, যারা শেষ পর্যন্ত একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের পক্ষে গণভোটের পক্ষে ছিল, তারা আজ ইউ-টার্ন দিয়েছে। এখন বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে। আমরা স্পষ্ট করেছি, এ ধরনের দ্বিমুখী মনোভাব জনগণ পছন্দ করে না। সকাল একটা বলবেন, বিকেলে অন্যটা এভাবে চলতে পারে না।...