যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার। সংবাদ সংস্থা এএফপিকে মোহাম্মদ আল-মুগাইয়ির জানান, যুদ্ধবিরতি কাঠামোর প্রস্তাবিত চুক্তি ঘোষণার পর বেশ কয়েকটি ইসরায়েলি হামলার খবর খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তর গাজার এলাকাগুলোতে। এছাড়া গাজা সিটির ওপর ধারাবাহিক বিমান হামলাও চালিয়েছে ইসরায়েল। সংবাদ সংস্থা এএফপিকে আল-মুগাইয়ির বলেন, গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর চুক্তি ঘোষণার পর থেকে বেশ কয়েকটি...