অন্যদিকে আর্জেন্টিনার জয়যাত্রা চলছেই। গ্রুপ পর্বের তিন ম্যাচই জেতা আর্জেন্টাইন যুবারা গতকাল রাতে টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল। চিলির স্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে নাইজেরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৪-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ আটে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ মেক্সিকো। একদিন আগে স্বাগতিক চিলিকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেক্সিকো। গতকাল আর্জেন্টিনা অবশ্য গোলের দেখা পেয়েছে ম্যাচের শুরুতে। দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন ইয়ান সুবিয়াব্রে। সেটি নাইজেরিয়ার এক ডিফেন্ডারের পায়ে লাগলেও উপরে ওঠা বলে বক্সের ভেতর পাস বাড়ান ডাইলান গরোসিতো। বক্সের ভেতর অনেকটা ফাঁকায় বল পেয়ে স্লাইডিং ট্যাপ-ইনে জালে বল জড়ান আলেহো সারকো। ২৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন মাহের কারিসো। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। নাইজেরিয়া অবশ্য...