নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নিয়েছে—দ্বাদশ সংসদের সাবেক এমপিদের কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩০টি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার পাজেরো গাড়ি নিলামে বিক্রির পরিবর্তে হস্তান্তর করা হবে সরকারি পরিবহন অধিদপ্তরে (গভর্নমেন্ট ট্রান্সপোর্ট পুল)। প্রতিটি গাড়ির প্রকৃত বাজারমূল্য ১২ কোটি টাকার বেশি হলেও প্রথম নিলামে দর উঠেছিল মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত। এমন অপ্রত্যাশিত দরপতনের কারণে সরকারি সম্পদের সুরক্ষা ও রাজস্ব রক্ষায় বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হয় এনবিআর। চট্টগ্রাম কাস্টম হাউজে এনবিআরের পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে।এসব গাড়ি আমদানি করা হয়েছিল জাপানে নির্মিত ২০২২ মডেল হিসেবে। শুল্ক ছাড়াই আমদানি হলেও বাংলাদেশে প্রবেশ করলে এসব গাড়ির উপর ৮০০% শুল্ক বসতো।গাড়িগুলো এখন পর্যন্ত বন্দরে রয়েছে, বন্দর কর্তৃপক্ষই শেডে সংরক্ষণ করেছে। চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার এইচ...