বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, “হতাহত সবাই সাগরে মাছ ধরার কাজে যুক্ত ছিলেন। ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িতে মোট ১১ জন ছিলেন, এর মধ্যে ঘটনাস্থলেই ৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে।” নিহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন —আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি এবং রাউজানের আলাউদ্দিন। প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী সজীব চৌধুরী জানান, “আমরা সবাই একই এলাকায় থাকতাম। প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে প্রাইভেটকারে করে ফিরছিলেন। বাসা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বিপরীত দিক থেকে...