পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের ভেন্যু ও সময় বদলে গেল। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী সোমবার। কিন্তু নিরাপত্তা ও লজিস্টিকস সংক্রান্ত নানা কারণে সূচিতে পরিবর্তন আনলেন আয়োজকরা। ম্যাচটি এখন হবে আগামী মঙ্গলবার ফ্লোরিডার পোর্ট লডারডিলের চেইস স্টেডিয়ামে। সাড়ে ২১ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির ঘরের মাঠ। ক্লাব ফুটবলে নিজের ঘরের মাঠে দেশের হয়ে খেলবেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে শিকাগো প্রতিবাদ চলছে কয়েকদিন ধরেই এবং তা ছড়িয়ে পড়েছে প্রবলভাবে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, মূলত নিরাপত্তাজনিত কারণেই আর্জেন্টিনার ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব...