০৯ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম শোবিজের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া আবারও টক অব দ্য টাউন। ক্যারিয়ারের শুরুর দিকে টিভি বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা এই তারকা২০১৩সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সেই থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয়। তবে বর্তমানে ধীরে ধীরে অভিনয় থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের কিছু মুহূর্ত স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শবনম ফারিয়া। সেখানে তাকে দেখা যায় কালো রঙের টি-শার্ট ও ছোট প্যান্টে, হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরাবন্দী হতে। তবে সেই ছবি নেটিজেনদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ ফারিয়ার স্বাধীনতা ও ভ্রমণ উপভোগের প্রশংসা করলেও, অনেক বট আইডি থেকে তার পোশাক...