পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্রিকেট মাঠের বাইরে তিনি ভারতের এক সাবেক তারকার সঙ্গে বক্সিং রিংয়ে মুখোমুখি হতে চান। আর সেই তারকা হলেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। সাক্ষাৎকারের সময় আবরারকে প্রশ্ন করা হয়— কোন ক্রিকেটার তাকে সবচেয়ে রাগান্বিত করে এবং কাকে তিনি বক্সিং রিংয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চান? আবরার হাসিমুখে জবাব দেন, ‘আমি চাই, আমি বক্সিং করি আর সামনে দাঁড়িয়ে থাকুক শিখর ধাওয়ান।’ আবরারের এই মন্তব্যের ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। পাকিস্তানি এই লেগ স্পিনার মজার ছলে বললেও সমালোচনা থেমে নেই। আবরার ভারতের বিপক্ষে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে প্রতিবারই হেরেছেন। সেই চার ম্যাচে তিনি মোট ২২ ওভার বল করে ১১০ রান দিয়ে শিকার করেছেন...