রাজবাড়ীর পদ্মা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলে আটক করেছে মৎস বিভাগ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জেলা মৎস কর্মকর্তা মাহাবুব উল হক জানিয়েছেন। ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আনা-নেওয়া, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। মাহাবুব জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-মোতাবেক এই ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদী থেকে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস বিভাগ কাজ করে যাচ্ছে। আটক ১৬ জেলের কাছ থেকে ৫ কেজি মা ইলিশ...