আফ্রিকার সবচেয়ে পুরোনো জাতীয় দল, আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবারের শিরোপাজয়ী দল আবার ফিরছে বিশ্বমঞ্চে। বাছাইয়ে এক ম্যাচ বাকি রেখেই আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মিশর। ফারাওদের জয়ের নায়ক দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। আফ্রিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় মিশর। গ্রুপের দুর্বলতম প্রতিপক্ষের সঙ্গে সবচেয়ে শক্তিশালী দলের জয় অনুমিতই ছিল। মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় ম্যাচের অষ্টম মিনিটে ইব্রাহিম আদেলের গোল এগিয়ে দেয় মিশরকে। ছয় মিনিট পরই গোল করেন সালাহ। এরপর ম্যাচের পর শেষ পর্যন্ত মিশরকে আটকে রাখতে পারে জিবুতি। তবে ৮৪তম মিনিটে আবার গোল করেন সালাহ। গত বিশ্বকাপে বাছাই উতরাতে ব্যর্থ হওয়া দলটি এবার প্রবল দাপটে পার হয়ে গেল বাছাইয়ের বৈতরণী। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। গ্রুপে দুইয়ে থাকা বুর্কিনা ফাসোর...