আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিফটি করেও দলকে জেতাতে পারেননি তাওহীদ হৃদয়। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে তার দায়িত্বশীল ইনিংস সত্ত্বেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও দলের মনোভাব নিয়ে কথা বলেছেন এই তরুণ ব্যাটার।হৃদয় বলেন, গত বছর কী হয়েছে সেটা আমি বলতে পারব না। কিন্তু ক্রিকেটার হিসেবে সবসময় আমাদের মনে থাকে যে আমরা যেন প্রতিটা ম্যাচ ভালোভাবে, ভালো কিছু করতে পারি। ভালো খেলার টার্গেটই আমাদের থাকে, জয়ের জন্যই সবসময় মাঠে নামি। তিনি বলেন, আমার মনে হয়েছে, আমরা বোর্ডে আরও ৪০–৫০ রান বেশি তুলতে পারলে খেলার সিনারিওটা আলাদা হতো। উইকেট ব্যাটিংয়ের জন্য একদম সহজ ছিল না। বোলাররা ভালো বল করেছে, উইকেটে হেল্প ছিল তাদের জন্য। জ্বর থেকে সেরে ফিরে ব্যাট হাতে দলের হয়ে লড়াই চালিয়েছেন হৃদয়।...