জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ দুজন আহত হয়েছেন। পরে হামলাকারীদের মধ্যে চারজনকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ পৌর এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এ সময় লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পুলিশ যখন তাকে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন লিটনের পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল...