শিশুদের মানসিক স্বাস্থ্য সংকট সৃষ্টি করায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক সিটি। মামলায় ফেসবুক, গুগল, স্ন্যাপচ্যাট, টিকটক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মকে অভিযুক্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, বুধবার ম্যানহাটনের ফেডারেল কোর্টে দাখিল করা ৩২৭ পৃষ্ঠার অভিযোগপত্রে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা প্ল্যাটফর্মস, গুগল ও ইউটিউবের মালিক অ্যালফাবেট, স্ন্যাপচ্যাটের মালিক স্ন্যাপ, এবং টিকটকের মালিক বাইটড্যান্সের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা গুরুতর অবহেলা করেছে এবং জনস্বার্থের ক্ষতি করছে। যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় দুই হাজারের বেশি এমন মামলায় অন্যতম বাদী হিসেবে যোগ দিয়েছে নিউ ইয়র্ক সিটি। প্রায় সাড়ে ৮ লাখ জনসংখ্যার শহরটির মধ্যে প্রায় ১৮ লাখের বয়স ১৮ বছরের নিচে। শহরটির শিক্ষা ও স্বাস্থ্য বিভাগও এই মামলার বাদী হিসেবে যুক্ত হয়েছে। গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ইউটিউব সম্পর্কিত অভিযোগগুলো...