২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার পরাশক্তি মিশর। গতকাল রাতে কাসাব্লাঙ্কায় জিবুতির বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ে নিশ্চিত হয়েছে তাদের টিকিট।দলটির হয়ে জোড়া গোল করেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। বাকি গোলটি আসে ইব্রাহিম আদেলের পা থেকে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে মিশর। আফ্রিকা থেকে এর আগে মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, এবার তৃতীয় দল হিসেবে এই তালিকায় যোগ দিল মিশর। ম্যাচটিতে জোড়া গোল করা সালাহ বাছাইপর্বে করেছেন মোট ৯ গোল। শুধু গোল নয়, নেতৃত্ব দিয়ে নিজের দেশকে তিনি পৌঁছে দিয়েছেন বহুল প্রতীক্ষিত আসরে। মিশর এর আগে তিনবার বিশ্বকাপে খেলেছে, তবে ২০২২ সালের কাতার আসরে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। সেই আসরে আফ্রিকা মহাদেশে ইতিহাস গড়েছিল মরক্কো, যারা পৌঁছেছিল সেমিফাইনালে;...