দীর্ঘ যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ার কারণ হিসেবে ট্রাফিক অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের চার ও ছয় লেনের কাজের অগ্রগতি দেখতে যানজটে এসে আটকে পড়েছিলেন তিনি। পরে নিরুপায় হয়ে তাকে মোটরসাইকেলে চড়তে হয়। পরে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। সড়ক উপদেষ্টা জানান, যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা।আরও পড়ুনআরও পড়ুনহাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু তা ঠিকভাবে হচ্ছে না। এ সময় যানজটে আটকে থাকার অভিজ্ঞতা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে যদি ট্রাফিক শৃঙ্খলা থাকত, তাহলে এ রকম পরিস্থিতি হতো না। হয়তো আধাঘণ্টা সময় বেশি লাগত,...