খেলাপি ঋণগ্রহীতারা ব্যাংকের ঋণ পরিশোধ না করেই এক শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে সেই ঋণ ‘নিয়মিত’ করে ফেলছেন। এমন সুবিধা নিয়েছেন এক হাজার ৮৬ জন ঋণগ্রহীতা।তাদের নিয়মিত করা ঋণের পরিমাণ এক লাখ ৬৩ হাজার ১৫০ কোটি টাকা। এই অনিয়ম ঠেকাতে এবার কঠোর হতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে সম্প্রতি একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও)। বৈঠকে অংশ নেওয়া অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলানিউজকে জানান, দেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ী ঋণ পরিশোধ না করেও আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। এ জন্য আইনের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।...