এক অদ্ভুত এবং অস্বস্তিকর ঘটনার সাক্ষী হলো চীনের ওহান ওপেন। এই টুর্নামেন্ট খেলতে এসে রাশিয়ার ১৮ বছর বয়সী টেনিস তারকা মিরা আন্দ্রেভা ম্যাচ চলাকালীন কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি কোর্টে র্যাকেট আছড়ে ফেলেন এবং ক্যামেরাম্যানের ওপর রেগে গিয়ে বলেন —‘ভিডিও বন্ধ কর’। এই ঘটনা ঘিরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে টেনিস সার্কিটে। বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা এই তরুণী অভিজ্ঞ জার্মান খেলোয়াড় লরা সিজেমুন্ডের কাছে ৬–৭ (৪–৭), ৬–৩, ৬–৩ সেটে হেরে যান। প্রথম সেটে টাইব্রেক জেতার পরও আন্দ্রেভার মানসিক স্থিরতা ক্রমেই ভেঙে পড়তে থাকে। দ্বিতীয় সেটে প্রতিপক্ষ লিড নেওয়ার পর হতাশা চরমে পৌঁছায়। তখনই রাগে তিনি রুশ ভাষায় চিৎকার করে বলেন, ‘এই অভিশপ্ত টেনিস খেলায় আমি বিরক্ত!’ এর পরপরই মিরা আন্দ্রেভা কোর্টে র্যাকেট আছড়ে ফেলেন। তিনি একটির পর একটি গেম হারছিলেন...