এক ম্যাচ হাতে রেখে আফ্রিকান বাছাইপর্বের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মিশর। দলটির তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর দুর্দান্ত জোড়া গোলে জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অংশগ্রহণ নিশ্চিত করে তারা। মরক্কোর কাসাব্লাঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।জিবুতির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। ম্যাচের অষ্টম মিনিটে জিজোর ক্রসে হেড করে গোল করেন ইব্রাহিম আদেল। এর ছয় মিনিট পর ত্রেজেগের থ্রু বল পেয়ে জালে বল পাঠান লিভারপুল তারকা সালাহ। প্রথমার্ধে সালাহ আরও একটি সুযোগ তৈরি করেছিলেন, তবে মোস্তাফা মোহাম্মদের হেড বারের ওপর লেগে ফিরে আসে।দ্বিতীয়ার্ধেও গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সালাহরা। তবে জিবুতির রক্ষণভাগের ফুটবলারদের দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হচ্ছিল মিশর। তবে ম্যাচের শেষদিকে মিশরের আক্রমণভাগের খেলোয়াড়ের আর আটকে রাখতে পারেনি জিবুতি। ম্যাচের ৮৪ মিনিটে...