আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। সকাল পৌনে ৯টার দিক থেকে শুরু হয় বৃষ্টি। চলে অন্তত আধা ঘণ্টা ধরে। আজ সপ্তাহের শেষ কর্মদিবস। আর আজ এমন সময়ে বৃষ্টি শুরু হলো, যখন নগরবাসী অফিস বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায়। এতে ভোগান্তি বাড়ে। বেলা সোয়া ১০টার দিকে প্রতিবেদন লেখার সময় বৃষ্টি কমে এলেও আকাশে জমা হয়ে আছে মেঘ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিন ঘণ্টায় এটা অনেক বৃষ্টি। যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। বৃষ্টিতে রাজধানীবাসী, বিশেষ করে স্কুল–কলেজ বা অফিসগামী মানুষ বিপদে পড়েন। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা তাফসিরুল ইসলাম বলছিলেন, ‘আকাশে মেঘ দেখেও...