টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে তাদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে মিরাজ-শান্তরা। সম্প্রতি ওয়ানডেতে বাংলাদেশ তেমনটা ছন্দে নেই। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতায় আরো এক ম্যাচে হারের দেখা পেল তারা। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথায়ও হারের কারণ হিসেবে ব্যটিং ব্যার্থতার বিষয়টিই উঠে এসেছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) প্রথম ওয়ানডেতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪৭.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। এই ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫৩ রানের মধ্যেই প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলে। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে অধিনায়ক মিরাজের ১৪১ বলে ১০১ রান জুটি বাংলাদেশকে রক্ষা...