বাবা হয়েছেন বলিউড তারকা আরবাজ খান। রবিবার মেয়ের জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেনি আরবাজ-সুরা দম্পতি। তবে বুধবার সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরেই নাম প্রকাশ করলেন তারা। এ দিন গোলাপি রঙের কার্ডে কন্যার আগমনের খবরের পাশাপাশি নাম লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দু’জনই। এ দম্পতি মেয়ের নাম রেখেছেন ‘সিপারা’ খান। ঘনিষ্ঠমহল সূত্রে খবরে জানা গেছে, এই নাম নাকি ‘বড়চাচা’ সালমান খানের পছন্দে রাখা হয়েছে। খান পরিবারের এই খুদে সদস্যের নাম নিয়ে নেটিজনদের একাংশ মনে করছে, মা সুরা ও বাবা আরবাজের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে। কিন্তু...