বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নিয়োগে অনিয়ম, গবেষণায় চৌর্যবৃত্তি এবং পিএইচডি গবেষণায় জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিআরআইসিএম কর্তৃপক্ষের এ পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে স্বপদে বহাল রয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৮ অক্টোবর রিটটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আর পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ের ওপর নির্ভর করছে তার ভবিষ্যৎ। এ প্রসঙ্গে বিসিএসআইআরের মহাপরিচালক অনুপম বড়ুয়া রোববার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় পরিচালনা বোর্ড প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় ব্যবস্থা নিয়েছে। এর বিরুদ্ধে রিট করে কর্তৃপক্ষের...