দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণা হতে যাচ্ছে। তার আগেরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে, যাতে লেখা আছে ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট! শান্তিতে নোবেল পুরষ্কার ঘোষণার মাত্র একদিন আগে এই পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেরদিন বুধবার (৮ অক্টোবর) ট্রাম্প আরও একবার দাবি করেন, তিনি বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন। ওই তালিকায় রয়েছে ভারত-পাক যুদ্ধও। এছাড়া আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন। নোবেল পাওয়ার সম্ভাবনা...