সম্প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপা যুক্ত হওয়ায় নতুন করে শুল্ক আরোপের জল্পনা শুরু হয়েছে। এর প্রভাবে কোমেক্সের শেয়ারমূল্যও রেকর্ড উচ্চতায় উঠেছে।লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন (এলবিএমএ) জানিয়েছে, সেপ্টেম্বর শেষে লন্ডনের ভল্টে ২৪ হাজার ৫৮১ মেট্রিক টন রুপা ছিল, যার মূল্য প্রায় ৩৬.৫ বিলিয়ন ডলার। বর্তমানে এক আউন্স স্বর্ণ কিনতে ৮২ আউন্স রুপা লাগে—যা গত এপ্রিলে ছিল ১০৫ আউন্স।মেটালস ফোকাসের বিশ্লেষক ম্যাথিউ পিগট বলেন, রুপা এখন শুধু শিল্প ধাতু নয়, বিনিয়োগেরও শক্ত অবস্থান তৈরি করছে। ২০২৬ সালের মধ্যে দাম ৬০ ডলার ছাড়াতে পারে।বিশ্লেষকদের মতে, বিনিয়োগের পাশাপাশি সৌর প্যানেল, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক গাড়িতে রুপার ব্যবহার বাড়ছে, যা দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। মরগান স্ট্যানলি জানিয়েছে, রুপা-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বেড়েছে, আর চীনের সৌর প্রকল্প বৃদ্ধিতে শিল্প খাতের চাহিদাও বাড়ছে। যদিও...