চট্টগ্রাম:হাটহাজারীর মদুনাঘাটে মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশ্যে ব্যবসায়ী মো.আবদুল হাকিমকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রধারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে বালুর ব্যবসা ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা। পুলিশ জানায়, ব্যবসায়ী মো.আবদুল হাকিমের ব্যবহৃত গাড়িতে ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে। গাড়ির সামনের দুটি চাকা গুলিতে ফুটো হয়ে গেছে।সামনের কাচ ও বডিতে চারটি, চালকের পাশের জানালায় ছয়টি এবং নিহত হাকিমের পাশে থাকা জানালায় ১২টি গুলির চিহ্ন রয়েছে। নাম প্রকাশ না করে এক পুলিশ কর্মকর্তা জানান, গাড়ি থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ঘটনাস্থলের দূরত্ব ২০০ মিটার। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত হাকিমকে বিএনপির কর্মী হিসেবে তার পরিবার দাবি করলেও দলীয়ভাবে তা অস্বীকার করা হয়েছে, যা...