দীর্ঘ বর্ষণের পর অবশেষে মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে। আগামী ১২ অক্টোবর থেকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে এই বিদায় প্রক্রিয়া শুরু হবে, যা পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও সম্পন্ন হবে। এর পরপরই দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এর পর্যবেক্ষণ অনুযায়ী, বিভিন্ন বিভাগে ধাপে ধাপে মৌসুমী বায়ু বিদায় নেবে।রাজশাহী ও রংপুর বিভাগে আগামী ১২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে মৌসুমী বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এছাড়া খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ থেকে ১৪ তারিখের মধ্যে এবং সবশেষে চট্টগ্রাম বিভাগে প্রায় ১৫ থেকে ১৬ তারিখ নাগাদ মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে বিদায় নেবে। সংস্থাটি আরও জানায়, এই সময়ের পর উল্লেখিত এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।...