বর্তমানে ত্বকের যত্নে রাইস পেপার ফেস মাস্ক বেশ জনপ্রিয়। কোরিয়ান বিউটি ব্লগ থেকে শুরু করে টিকটকার – সবাই এখন রাইস পেপার ফেস মাস্ক ব্যবহার করছেন। কারণ, এটি সাশ্রয়ী, সহজে ব্যবহার করা যায় এবং একেবারেই প্রাকৃতিক। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন রাইস পেপার ফেস মাস্ক এবং ব্যবহার করার সঠিক নিয়ম- রাইস পেপার হলো খাবার মোড়ানোর একধরণের পাতলা শিট। এটি মূলত চালের গুঁড়া, পানি ও ট্যাপিওকা স্টার্চ দিয়ে তৈরি করা হয়। এটি ভিয়েতনামি এবং চাইনিজ রান্নায় ব্যবহার করে বিভিন্ন আইটেম বানানো হয়। তবে কিছুদিন আগেও রাইস পেপার শুধু রান্নার জন্য ব্যবহার হলেও, বর্তমানে এটি ত্বকচর্চায় ব্যবহার করা হয়। যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোসহ নানা সমস্যা সমাধানে অসাধারণ কাজ করে। আমাদের দেশে বড় সুপার শপেগুলোতে রাইস পেপার পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারেন।...