চেলসির তরুণ ইংলিশ তারকা কোল পামার এবার নিজের ডাকনাম ‘কোল্ড পামার’কে অফিসিয়ালি ট্রেডমার্ক করলেন। অর্থাৎ এখন থেকে এই নাম বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে পামারের অনুমতি লাগবে—যেহেতু এই ট্রেডমার্কের অধিকার একমাত্র তাঁরই। ব্রিটেনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (IPO)গত নভেম্বরে আবেদন করেছিলেন পামার। গত শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে, জানিয়েছেদ্য অ্যাথলেটিক। এই ট্রেডমার্কের আওতায় পামার যে সব পণ্য বিক্রির পরিকল্পনা করেছেন, তার তালিকা বেশ বড়—সাবান, বাথ সল্ট, খাবারদাবার, রেজার ব্লেড, মোবাইল কভার, ড্রোন, খেলনা, এমনকি টেডি বিয়ারও! তবে একটি বাধা এসেছিল—ফ্রান্সের বোর্দো শহরের কাছাকাছি অবস্থিত ওয়াইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান Château Palmerআপত্তি জানায়, কারণ তাদের নামেও ‘Palmer’ শব্দটি রয়েছে। এর পর পামার তাঁর আবেদন থেকে ওয়াইন সংক্রান্ত শ্রেণিটি বাদ দেন, ফলে সব জটিলতা কেটে যায়। এখন তাঁর ট্রেডমার্ক ২৫ নভেম্বর ২০৩৪ পর্যন্ত বৈধ থাকবে; এরপর...