এরই মধ্যে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই ও সেফ এক্সিট’— শিরোনামে ফাওজুল কবিরের লেখাটি ফেসবুকে শেয়ারও করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে ফাওজুল কবির লেখেন, ‘গতকাল (বুধবার) আমি সকাল ৭টা ৪৫ মিনিটে ট্রেনেযোগে ভৈরব যাই। আমার সঙ্গে ছিলেন যাতায়তখাত বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইনুদ্দিন, রেল ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী, জেলা ও উপজেলা পরিষদ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ। ট্রেনে ওঠার আগে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করি ও ট্রেনে যাত্রীদের সাথে কুশল বিনিময় করি। ১০টা ১৫ মিনিটে ভৈরব পৌঁছাই ও সেখান থেকে গাড়িতে গিয়ে আশুগঞ্জ ট্রেন স্টেশন পরিদর্শন করি। সেখানে পৌঁছে বিএনপি, জামায়াতসহ স্থানীয় জনগণের সাথে কথা বলি। তাদের দাবি, স্টেশনটিকে...