এক সপ্তাহের মধ্যে কম্পিউটার আপডেট না করলে লাখ লাখ ব্যবহারকারী সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ চালুর প্রায় দশ বছর পর ১৪ অক্টোবর থেকে আর সফটওয়্যারটির জন্য কোনো আপডেট বা নিরাপত্তা প্যাচ দেবে না কোম্পানি। এজন্য উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের নির্বাহী ইউসুফ মেহদি লিখেছেন, “মাইক্রোসফট আর উইন্ডোজ ১০ পিসির জন্য নিরাপত্তা, ফিচার আপডেট ও প্রযুক্তিগত সহায়তা দেবে না। “এসব ডিভাইস চালু থাকলেও ব্যবহারকারীরা আর নিয়মিত নিরাপত্তা আপডেট পাবেন না। ফলে ম্যালওয়্যার ও ভাইরাসের মতো সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারেন তারা।” ১৫ লাখ ওয়েবসাইটের কোটি কোটি পেইজ ভিউ বিশ্লেষণ করে ‘স্ট্যাটকাউন্টার গ্লোবাল স্ট্যাটস’-এর সর্বশেষ পরিসংখ্যান বলছে, এখনও প্রায় ৪০ শতাংশের বেশি...