রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ এবং ৪০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে সংঘটিত এই চুরি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে দোকানটিতে প্রবেশ করে। তারা শাটারের তালা কাটার মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুটে নেয়। সিসিটিভি ফুটেজে তাদের কার্যক্রম স্পষ্টভাবে ধরা পড়েছে। শম্পা জুয়েলারির মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালঙ্কার সাজানো ছিল। এর সঙ্গে ১০০ ভরি বন্ধকি স্বর্ণ এবং ৪০ হাজার টাকার নগদ টাকা রাখা ছিল। চোরেরা সবই চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, ‘রোজের মতো রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে মার্কেটের দারোয়ান খবর...