০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম বাজে ব্যাটিংয়ের পর নির্বিষ বোলিং- আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই হলো বাংলাদেশের পারফরম্যান্স। যে কোনো একটি বেছে নিতে বললে বলা যায়, বাজে ব্যাটিংয়ের কারণেই হেরেছে বাংলাদেশ। দলীয় অধিনায়ক মেহেদি হাসান মিরাজও দিলেন একই ব্যাখ্যা। টি-টোয়েন্টির এই যুগে ২২১ রানের পুঁজি নিয়ে জেতা মুশকিল। কার্যত বাংলাদেশ কোনো জুটিই গড়তে পারেনি। ৩০০ বলের মধ্যে ১৬৯টি খেলেছে ডট! বাংলাদেশের ইনিংসে ত্রিশোর্ধো জুটি কেবল একটি- মিরাজ আর তাওহীদ হৃদয় চতুর্থ উইকেটে যোগ করেন ১৪১ বলে ১০১ রান। শুরুর ডট বলের ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হতো শেষ দিকের ব্যাটাররা আশাহত না করলে। সেখানে আফগাননরা পেয়েছে তিনটি পঞ্চাশ জুটি। ম্যাচ তো শেষ ওখানেই। ৫ উইকেট আর ৭ বল হাতে রেখে জয়...