০৯ অক্টোবর ২০২৫, ১০:০২ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির প্রেসিডেন্ট’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। তবে ট্রাম্প নিজে সন্দেহ প্রকাশ করেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার জিততে পারবেন কিনা। তিনি দাবি করেন তার নেতৃত্বে বিশ্বের সাতটি সংঘাত মিটেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরও বলা হয়, ট্রাম্প বহুবারই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করেছেন। তবে নয়াদিল্লি তা অস্বীকার করেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন নরওয়ের নোবেল কমিটি হয়তো ‘কোনো না কোনো কারণ খুঁজে বের করবে’ যাতে তাকে পুরস্কারের জন্য বিবেচনা না করতে হয়। উল্লেখ্য, মিশরের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর ট্রাম্প ঘোষণা দেন, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে একটি চুক্তিতে পৌঁছেছে। হোয়াইট হাউসে এক সাংবাদিক যখন তার কাছে জানতে চান, শুক্রবার ঘোষণা...