আফগানিস্তানে কিছু সোশাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সসহ কিছু প্ল্যাটফর্মের নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে। তবে কী ধরনের পোস্ট ফিল্টারের আওতায় পড়ছে তা স্পষ্ট নয়। কাবুলের কিছু সোশাল মিডিয়া ব্যবহারকারী বিবিসিকে জানিয়েছেন, তারা এখন আর তাদের ফেইসবুক অ্যাকাউন্টে ভিডিও দেখতে পাচ্ছেন না, ইনস্টাগ্রাম অ্যাকসেস করতেও সমস্যা হচ্ছে। আফগানিস্তান জুড়ে দুই দিনের জন্য ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধের ঘটনার এক সপ্তাহ বাদে এ কনটেন্ট নিষেধাজ্ঞা এল। ইন্টারনেট-টেলিকম বন্ধের কারণে নাগরিকরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছিলেন। পরে এসব সেবা চালু হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিবিসি লিখেছে, ৪৮ ঘণ্টার ওই ব্ল্যাকআউটে ব্যবসা-বাণিজ্য এবং ফ্লাইট চলাচল ব্যাহত হয়, জরুরি সেবার সুযোগ...