জয় দিয়ে কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শুরু করল মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মিসিসাগা মাস্টার্সকে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। মন্ট্রিয়েল অধিনায়ক সাকিব আল হাসান এদিন বল করেছেন মাত্র এক ওভার। পরে ব্যাট হাতেও নামতে হয়নি তাকে। স্থানীয় সময় গতকাল বুধবার আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান তোলে মিসিসাগা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩ চার ৫ ছক্কায় ৪৭ রান করেন সাইফ। এছাড়া শোয়েব আলিক ১৫ বলে ২৩ রান করেন। বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন লঙ্কান পেসার ইসুরু উদানা। অধিনায়ক সাকিব আল হাসান ১ ওভার বল করে ৯ রান খরচ করেন। রান তাড়ায় নেমে ৮ বল হাতে রেখেই জিতে যায় মন্ট্রিয়েল...