যেকোনো ম্যাচে ব্যাটিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং সবসময় আলাদা ভূমিকা রাখে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও হারের মূল পার্থক্য গড়ে দিয়েছে দু’দলের ব্যাটিং। আলাদা করে বলতে গেলে বড় করে জুটি গড়া। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য দেওয়ার পথে বাংলাদেশ মাত্র একটি বড় জুটি গড়তে পেরেছিল। তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে অধিনায়ক মিরাজ করেছিলেন ১৪১ বলে ১০১ রানের জুটি। কিন্তু এছাড়া বড় কোনো জুটি আসেনি। দ্বিতীয় সর্বোচ্চ জুটি এসেছে হৃদয় আর অভিষিক্ত সাইফ হাসানের। তাও সেটা ৪০ বলে ২৮ রান! অন্যদিকে রান তাড়া করতে নেমে আফগানিস্তানের কোনো জুটি শত রান না ছাড়ালেও তিনটি পঞ্চাশোর্ধ জুটি এসেছে। যা ছিল ম্যাচ জেতার জন্য যথেষ্ট। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান করেছিলেন ৫২ রানের জুটি। তারপর তৃতীয়...