সাধারণত অস্ত্রোপচার করানো হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন অ্যাথলেটরা। অনেক সময় চেষ্টা করা হয় অস্ত্রোপচার এড়িয়ে আরেকটু দ্রুত সারিয়ে তোলার। গ্লেন ম্যাক্সওয়েলের অবস্থা উল্টো। একটু আগেভাগে মাঠে ফেরার আশাতেই অস্ত্রোপচার করিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যানের আশা, ভারতের বিপক্ষে সিরিজ কিছু অংশে হলেও খেলতে পারবেন তিনি। ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় টিকে আছে এখন কেবল টি-টোয়েন্টিতে। কিন্তু আপাতত তিনি খেলতে পারছেন কিছুই। নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের আগে নেটে বোলিংয়ের সময় মিচেল ওয়েনের শটে বল এসে লাগে তার হাতে। চিড় ধরা পড়ে কবজিতে। নিউ জিল্যান্ড সফর থেকে তিনি ছিটকে পড়েন তো বটেই, ভারতের বিপক্ষে সামনের সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডেও তিনি নেই। তবে সিরিজের পরের তিন ম্যাচের কোনো একটা অংশে খেলার আশা ছাড়ছেন না তিনি, মেলবোর্নে বৃহস্পতিবার জানালেন...