টি-টোয়েন্টি সিরিজে উড়তে থাকা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে হার দিয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২২১ রান তুলেছিল বাংলাদেশ। রান তাড়ায় ইনিংসের ১৭ বল আর ৫ উইকেট হাতে রেখে ম্যাচটা সহজেই জিতে নিয়েছে আফগানরা। বাংলাদেশ ম্যাচটা আসলে কোথায় হেরেছে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই দায়টা বেহাল ব্যাটিংয়ের ওপর দেওয়া যায়! ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সেটাই করেছেন। তবে বাংলাদেশ অধিনায়ক এটাও জানিয়েছেন, আবুধাবির উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল! গতকাল আগে ব্যাটিং করা বাংলাদেশ ইনিংসের ৭ বল বাকি থাকতে গুটিয়ে গেছে। তার আগে ডট বল বল খেলেছে ১৬৯টি! ডটের সাম্রাজ্য গড়ার পাশাপাশি একটির বেশি বড় জুটি পায়নি বাংলাদেশ। শুধু চতুর্থ উইকেট জুটিতে মিরাজ-তাওহীদ হৃদয় ১০১ রান...