যুদ্ধবিরতির খবর পেয়ে গাজার খান ইউনিসসহ বিভিন্ন স্থানে উল্লাসে মেতে উঠেছে ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলেও উল্লাস করছে জিম্মিদের পরিবার। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক ভিডিও প্রতিবেদনে ফিলিস্তিনিদের উল্লাসের চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, যুদ্ধবিরতির খবর পেয়ে গান বাজিয়ে উল্লাস করছেন ফিলিস্তিনিরা। দুই বছর ধরে চলা এই যুদ্ধের বিরতি তাদের অনেকটা স্বস্তি এনেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাছাড়া, একে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে বিশ্বাসযোগ্য রাজনৈতিক পথ প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের সুযোগ হিসেবেও দেখছেন। মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে সংশ্লিষ্ট সবাইকে চুক্তির শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানান গুতেরেস। শান্তি চুক্তির প্রথম ধাপকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।...