বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ওমানের রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে দুকুম সিদরা এলাকায় একটি মাইক্রোবাস মাছ ধরার কাজে যাওয়া অবস্থায় বড় একটি ফিশিং কনটেইনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই ৮ জন বাংলাদেশি শ্রমিক মারা যান। গুরুতর আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১. মোহাম্মদ আমিন সওদাগর, পিতা আলী আকবর সেরাং (সারিকাইত ২নং ওয়ার্ড, মগধরা)২. মোহাম্মদ রকি, পিতা ইব্রাহিম মিস্ত্রি (সারিকাইত ২নং ওয়ার্ড, শেখ ফাজিলের বাড়ি)৩. আরজু, পিতা শহীদ উল্লাহ (সারিকাইত ৪নং ওয়ার্ড)৪. মোহাম্মদ বাবলু, পিতা মনু মিয়া (সারিকাইত ২নং ওয়ার্ড)৫. সাহাব উদ্দিন, পিতা সিদ্দিক আহমেদ (সারিকাইত ২নং ওয়ার্ড)৬. জুয়েল, পিতা...