চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের এক ব্যবসায়ী নিহতের ঘটনায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা তাকে ‘বিএনপি নেতা’ দাবি করলে কেন্দ্র থেকে বলা হয়েছে, নিহত আবদুল হাকিম দলের কেউ নন। এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি। তবে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আসামি করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হবে। এরই মধ্যে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে...