পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতার অভাব এবং ধর্মীয় অসহিষ্ণুতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসিআইআরএফ)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের ওপর পদ্ধতিগত নির্যাতন, দেশজুড়ে জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং ধর্ম অবমাননা-সম্পর্কিত সহিংসতা উদ্বেগজনকহারে বেড়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে একটি ‘বিশেষভাবে উদ্বেগজনক দেশ’ হিসেবে চিহ্নিত করেছে ইউএসিআইআরএফ। প্রতিবেদনে পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক এবং ক্রমবর্ধমান আক্রমণ যেগুলো আহমদিয়া মুসলিম, হিন্দু এবং খ্রিস্টানদের লক্ষ্য করে করা হয়েছে। এতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সীমিত করার জন্য সরকারের আহমদিয়া-বিরোধী এবং ব্লাসফেমি আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট জনতার সহিংসতা মোকাবিলায় তাদের অনীহার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের দণ্ডবিধি প্রকাশ্যে আহমদিদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে, তাদের মুসলিম হিসেবে পরিচয় দিতে বা...