ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান সব সময় স্থিতিশীলতা, শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা কামনা করে এবং তার মৌলিক নীতির কারনে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পেজেশকিয়ান ইরানে নিযুক্ত নতুন সুইস রাষ্ট্রদূত অলিভিয়ের ব্যাঙ্গার্টারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের একটি ঐতিহাসিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে সুইজারল্যান্ড।’ ইরানি প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ব্যাঙ্গার্টারকে অনুরোধ করেন, যেন তিনি মার্কিন কর্মকর্তাদের জানান যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং বরাবরই তার মৌলিক নীতি ও নীতিমালা মেনে চলেছে। আরও পড়ুনআরও পড়ুনগাজায় ২ বছরে প্রতি ঘণ্টায় ১ শিশু নিহত পেজেশকিয়ান ইউরোপীয় দেশগুলোর মধ্যে...