সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। বুধবার (৮ অক্টোবর) রাতে জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান। রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার কবর জিয়ারত করেন খালেদা জিয়া। প্রায় ১৫ মিনিট পর রাত ১১টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির একজন নেতা জানান, খালেদা জিয়া হঠাৎ সিদ্ধান্তে কবর জিয়ারত করেছেন। তাই দলের অন্যান্য সদস্যদের আগে থেকে অবহিত করা হয়নি। একই নেতা আরো বলেন, ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে তিনি শেষবার কবর জিয়ারত করেছিলেন। মুক্তি পাওয়ার পর আর সেখানে...