আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টির ফর্মটা বাংলাদেশ ওয়ানডেতে ধরে রাখত পারল না। টি-টোয়েন্টিতেও দু’একজন ব্যাটার ছাড়া সবাই ছিলো নিষ্প্রভ। ওয়ানডেতেও সেটা দেখা গেছে। তাছাড়া ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার পর বোলাররাও তেমন কিছু করতে পারেনি। টি–টোয়েন্টিতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারালেও প্রথম ওয়ানডে হেরে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ওপেনিং এ নামেন তামিম ও আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা সাইফ হাসান। তবে চতুর্থ ওভারেই ১০ রানে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তামিম। তারপর তিনে নেমে উইকেটে বিলিয়ে যান নাজমুল হোসেন শান্তও। চারে তৌহিদ হৃদয় নামার পর সাইফের সাথে কিছুটা পার্টনারশিপ গড়ে। কিন্তু পাওয়ারপ্লের পরেই ক্যাচ দিয়ে আউট হন অভিষিক্ত সাইফ। তারপর মিরাজ ও হৃদয় জুটি মিলে শতরানের জুটি গড়লেও ভুল বুঝাবুঝিতে হৃদয় রান...