মেয়ে স্কুল ফাঁকি দেওয়ায় বাবা-মাকে জরিমানা করেছে দেশটির আদালত। মেয়েকে স্কুলে পাঠানোর জন্য বাবা-মা সপ্তাহে প্রায় ৭০ পাউন্ড ট্যাক্সি ভাড়া দিত, তবুও সে স্কুলে যেতো না। এমনকি স্কুল থেকে যখন তখন বের হয়ে যেতো। সোমবার (৬ অক্টোবর) অভিভাবকদের অনুপস্থিতিতেই রায় দেন আদালত। আদালত সূত্রে জানা যায়, মা-বাবা আলাদা থাকেন। তবে দুজনেই মেয়েকে নিয়মিত স্কুলে পাঠাতে চেষ্টা করেছেন। নর্থ স্ট্যাফোর্ডশায়ার জাস্টিস সেন্টার স্কুল কর্তৃপক্ষ ও শিশু সহায়তা সংস্থা বার্নার্ডোস পরিবারটিকে নানা সহায়তা দেওয়ার প্রস্তাব দেয়। এর মধ্যে ছিল স্কুলের একটি মিনিবাসে প্রতিদিন বাসা থেকে মেয়েকে নেওয়ার ব্যবস্থা। কিন্তু মেয়েটি সেই মিনিবাসে উঠতে অস্বীকৃতি জানায়। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় স্কুল কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট আদালতকে জানায়, মেয়েটির ২০২৪ সালের ২১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ৯৪ দিন এবং চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে ২৩ মে...