কুমিল্লার গোমতী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ লাখ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু তোলার সময় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম, তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, এলজিইডি-এর নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণের সুযোগ নিয়ে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার...