৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে মিশর। জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে মোহাম্মদ সালাহর মিসর। মিশরের কাসাব্লাংকায় অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন মিশরীয় ফুটবলের রাজা মোহাম্মদ সালাহ। জিবুতিকে হারিয়ে তালিকায় ২য় স্থানে থাকা বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে ১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করল মিসরীয়রা। রেকর্ড ৭ বারের আফ্রিকান চ্যাম্পিয়নরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে ৪র্থ বারের মতো। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা দলটি এরপর খেলেছে ১৯৯০ ও ২০১৮ সালে। বাছাইপর্বে ৯ ম্যাচে মোট ১৯ গোল করেছে মিশর। এর ৯টিই করেছেন ৩৩ বছর বয়সী লিভারপুল সুপারস্টার সালাহ। এবারের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে এখন পর্যন্ত সালাহই সর্বোচ্চ গোলদাতা। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ১৯তম দল হিসেবে সরাসরি আসরে খেলার...